ঈশ্বরদীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান “ডিডিপির” সুরের মেলা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট টাইম রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৪৭৪ টাইম ভিউ

অতিমারী করোনার কারণে প্রায় ৫ মাস বন্ধ থাকার পর অত্যন্ত সীমিত আকারে গত শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে ঈশ্বরদীর সুনামধন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান ডিডিপির নিয়মিত আয়োজন মাসিক সুরের মেলা।

ডিডিপির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি কলামিষ্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফি সাধক গুরুজি এস এম রাজা’র সভাপতিত্বে এবং পরিচালক (দপ্তর) সাংবাদিক ও কবি মুনমুন আক্তারের সঞ্চালনায় নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ’অনুষ্ঠানে বক্তৃতা ও সংগীত পরিবেশন করেন ডিডিপি আওতাপাড়া বাউল শিল্পীগোষ্ঠীর সভাপতি মোঃ তৈয়ব হোসেন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, ইলিয়াস আহমেদ, মোঃ জামাল উদ্দিন, এস এম অন্ত, মাহাবুল হক, মেহেদী হাসান বাপ্পি, রাজিব হোসেন, আসাদুল হক মোল্লা প্রমূখ।

দীর্ঘদিন পর আয়োজিত এ’অনুষ্ঠান প্রায় সাড়ে ৩ ঘন্টা স্থায়ী ও উপস্থিত দর্শক শ্রোতাদের মধ্যে প্রশংসিত হয়।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 SSB24.COM
Theme Dwonload From ThemesBazar.Com