শিরোনাম :
এমপি শিমুল সমর্থক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম, থমথমে শহর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন পাটোয়ারী ১৬ প্রার্থীকে টপকে নৌকার মাঝি সিদ্দিকুর রহমান পাটোয়ারী ২ সেপ্টেম্বর মঞ্চায়ন হতে যাচ্ছে চিরায়ত বাংলা নাটক ‘মাইলপোস্ট’  গলাকেটে ভ্যান ছিনতাই, চালকের অবস্থা গুরুতর প্রেমিকার বাড়ির গর্ত থেকে প্রেমিকের লাশ উদ্ধার! বিসমিল্লাহ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ধর্ষণের দায়ে কারাগারে! বীর মুক্তিযোদ্ধার স্ত্রী হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন ১ জন খালাস সহপাঠির নগ্ন ভিডিও ধারন করার অভিযোগে কলেজ ছাত্র গ্রেফতার বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা তুলছেন এক শিক্ষক দম্পতি

এক কলাগাছে ১৬টি মোচা!

লালপুর(নাটোর)প্রতিনিধি:
  • আপডেট টাইম শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৫৫ টাইম ভিউ

একটি কলাগাছে একটি মোচা হয়। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি, একটি গাছে ১৬টি মোচা হয়েছে। প্রকৃতির এই অদ্ভুত দৃশ্য একনজর দেখার জন্য বিভিন্ন এলাকার মানুষ ছুটে আসছেন। ঘটনাটি ঘটেছে নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের নাওদাঁড়া গ্রামে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার নাওদাঁড়া গ্রামের মৃত নবীর প্রামাণিক ছেলে মওলা বক্সের একটি কলাগাছে এই ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। মোচাগুলো দেখে সবাই বিস্ময় প্রকাশ করছেন। এই কলাগাছ এবং মোচা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এবিষয়ে কলাগাছের মালিক মওলা বক্স বলেন, কয়েকদিন আগে আমার বাড়ির পেছনে একটি গাছে ১৫ টি মোচা দেখা যায়। পরে আরো একটি মোচা হয়। এটা দিয়ে মোট ১৬ টা। এতে আমি নিজেও অবাক, এমন ঘটনা আগে কখনও দেখিনি, এমনকি শুনিওনি। বিষয়টি জানাজানি হওয়ার পর অনেক মানুষ প্রতিদিন কলাগাছটি দেখতে আসছেন। গ্রামের বাজার থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে এক গাছে ১৬টি মোচার কথা।

স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন,সম্প্রতি একটি কলা গাছে পর্যায়ক্রমে ১৬ টি মোচা বের হওয়ার ঘটনায় সবখানে এনিয়ে আলোচনা চলছে। সত্যিই অবাক করার মতো, গাছটি না দেখলে বিশ্বাস করা যাবে না। গাছটি এক নজর দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে লোকজন মওলার বাড়িতে ছুটে আসছেন।

কেউ এই গাছের ছবি তুলছেন, সেলফি তুলে ফেসবুকে শেয়ার করছেন।

এ বিষয়ে লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। এখানে অনেক বেশি পরাগায়ণ হয়ে গেছে এজন্য হয়তো এতগুলো মোচা হয়েছে। এ দৃশ্য খুবই দুর্লভ।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 SSB24.COM
Theme Dwonload From ThemesBazar.Com