শিরোনাম :
এমপি শিমুল সমর্থক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম, থমথমে শহর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন পাটোয়ারী ১৬ প্রার্থীকে টপকে নৌকার মাঝি সিদ্দিকুর রহমান পাটোয়ারী ২ সেপ্টেম্বর মঞ্চায়ন হতে যাচ্ছে চিরায়ত বাংলা নাটক ‘মাইলপোস্ট’  গলাকেটে ভ্যান ছিনতাই, চালকের অবস্থা গুরুতর প্রেমিকার বাড়ির গর্ত থেকে প্রেমিকের লাশ উদ্ধার! বিসমিল্লাহ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ধর্ষণের দায়ে কারাগারে! বীর মুক্তিযোদ্ধার স্ত্রী হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন ১ জন খালাস সহপাঠির নগ্ন ভিডিও ধারন করার অভিযোগে কলেজ ছাত্র গ্রেফতার বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা তুলছেন এক শিক্ষক দম্পতি

ক্যাডার সার্ভিস চালুসহ ৫দফা দাবিতে নার্সদের মানববন্ধন

লালপুর(নাটোর)প্রতিনিধি:
  • আপডেট টাইম বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৫৩ টাইম ভিউ

সারাদেশের ন্যায় নাটোরের লালপুরে ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের সমমানের সিদ্ধান্ত বাতিল, নার্সিং পেশায় স্পেশাল ক্যাডার সার্ভিস চালুসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছেন নার্সরা।

বুধবার (৩১মে) বেলা সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) লালপুর শাখার আয়োজনে একর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের সমমানের প্রজ্ঞাপন অনতিবিলম্বে বাতিল করে এইচএসসি পাশের পর তিন বছর ডিপ্লোমা ইন সাইন্স এন্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক ডিগ্রিতে রূপান্তর করতে হবে। এছাড়া নার্সিং পেশায় স্পেশাল ক্যাডার সার্ভিস চালুসহ প্রথম শ্রেণীর পদ গুলোতে শূন্য পদের নিয়োগ ব্যবস্থা করতে হবে।

সরকারি চাকরিতে কর্মরত নার্সদের মূল বেতনের ৩০% ঝুঁকি ভাতা, চাকরির শুরুতে অতিরিক্ত ইনক্রিমেন্ট প্রদানের সুবিধা বহাল, ইন্টার্নশিপ ভাতা প্রদানসহ বিএসসি নার্সিং শিক্ষার্থীদের ইন্টারশীপ ভাতা ২০হাজার টাকা উন্নীত করতে হবে।

এবং নীতিমালা অনুসরণ না করে যে সকল বেসরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে সে সকল প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করে দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

অনতিবিলম্বে এসব দাবি মানা না হলে কঠোরতর আন্দোলনের হুশিয়ারি দেন নার্স নেতারা।

মানববন্ধনে বিএনএ লালপুর উপজেলা শাখার সভাপতি ফাতেমা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক জেসমিন নাহার, সিনিয়র স্টাফ নার্স ওয়াজেদা আক্তার, মুন্নি খাতুন প্রমূখ।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 SSB24.COM
Theme Dwonload From ThemesBazar.Com