দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই গ্যারেজ বাস

নাটোর প্রতিনিধি:
  • আপডেট টাইম রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২৫ টাইম ভিউ

নাটোরে গ্যারেজ করা অবস্থায় মুক্তিসেনা নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

গত রাত (শনিবার) ৩টা ১০ মিনিটের সময় শহরের ভবানীগঞ্জ এলাকায় এই আগুন দেয়ার ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানাযায়, রাত ৩টা ১০ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত কয়েকটি মোটরসাইকেলে এসে মুক্তি সোনা নামে দাঁড়িয়ে থাকা ওই বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় আশে পাশের লোকজন আগুন জ্বলতে দেখে পুলিশ ও ফায়ার স্টেশনে খবর দেয়। খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
মুক্তিসেনা বাসের চালক মোঃ প্রিন্স জানান, বাসটির মালিক মুক্তিযোদ্ধা এনায়েত রাব্বির। তিনি বর্তমানে আমেরিকায় রয়েছেন। মুক্তিসেনা নামের ওই বাসটি শনিবার রাত সাড়ে ৭ টার দিকে ভবানীগঞ্জ এলাকায় সোনারতরী হোটেলের সামনে গ্যারেজ করে বাড়ি চলে যান। ভোরে খবর পেয়ে এসে দেখেন গাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।
নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। দুর্বৃত্তদের সনাক্ত করা সহ তাদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
এদিকে বিএনপি সহ সমমনা দলের ডাকা ৪৮ ঘন্টার হরতাল নাটোরে শুরু হয়েছে ঢিলেঢালাভাবে। রোববার সকাল থেকে হালকা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দুরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। রাতে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রিবাহি বাস যথাসময়ে নাটোরে আসে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বিজিবি,র‌্যাব ও পুলিশের টহল সহ জেলার গুরুত্বপুর্ন এলাকায় আইন শৃংখলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 SSB24.COM
Theme Dwonload From ThemesBazar.Com