শিরোনাম :
এমপি শিমুল সমর্থক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম, থমথমে শহর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন পাটোয়ারী ১৬ প্রার্থীকে টপকে নৌকার মাঝি সিদ্দিকুর রহমান পাটোয়ারী ২ সেপ্টেম্বর মঞ্চায়ন হতে যাচ্ছে চিরায়ত বাংলা নাটক ‘মাইলপোস্ট’  গলাকেটে ভ্যান ছিনতাই, চালকের অবস্থা গুরুতর প্রেমিকার বাড়ির গর্ত থেকে প্রেমিকের লাশ উদ্ধার! বিসমিল্লাহ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ধর্ষণের দায়ে কারাগারে! বীর মুক্তিযোদ্ধার স্ত্রী হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন ১ জন খালাস সহপাঠির নগ্ন ভিডিও ধারন করার অভিযোগে কলেজ ছাত্র গ্রেফতার বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা তুলছেন এক শিক্ষক দম্পতি

নাটোরে আওয়ামী প্রতিরোধে বিএনপির কর্মসূচি পন্ড, সদর আ’লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি
  • আপডেট টাইম শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ২২১ টাইম ভিউ

নাটোরে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচি পন্ড হয়ে গেছে। শনিবার দুপুর দুইটায় শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এ সময় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল ব্যাপারী গুরুতর আহত হন। রক্তাক্ত জখম অবস্থায় তাকেত প্রথমে নাটোরের কেয়ার হসপিটালে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নাটোর সদর থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুইটায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জেলা বিএনপি শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক এ সময় শহরের মুসলিম ইন্সিটিটিউট চত্বর থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, যুগ্ম সাধারণ সম্পাদক এড. মালেক শেখ ও সৈয়দ মোর্ত্তজা আলী বাবলুর নেতৃত্বে জেলা ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা শতাধিক মোটরসাইকেল বহরসহ লাঠিসোটা নিয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আসে এবং এলোপাথাড়ি ভাঙচুর ও মারপিট শুরু করে। তাঁরা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল ব্যাপারীকে হকিস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে এবং তাঁর মোটরসাইকেলটি ভাঙচুর করে।

এ সময় সেখানে আগে থেকে অবস্থান নেয়া পুলিশ সদস্যরা দৌড়ে গিয়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের হাত থেকে আবুল ব্যাপারীকে উদ্ধার করে এবং অটোরিক্সায় করে চিকিৎসার জন্য কেয়ার হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে গুরুতর জখম অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কিছুক্ষণ পরে সরকারি বালিকা বিদ্যালয়ের ফটকের সামনে শহরের প্রধান সড়কে শরিফুল ইসলাম রমজানের সঞ্চালনায় সদর উপজেলা আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে। সমাবেশে জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এম মালেক শেখ, সৈয়দ মোর্ত্তজা আলী প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন,নাটোরে বিএনপিকে এক ইঞ্চি মাটিও ছাড় দেয়া হবে না। তারা নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। তাদেরকে ঘর থেকে বের হতে দেয়া হবে না। এর ধারাবাহিকতায় আজও তাদেরকে কর্মসূচি পালন করতে দেয়া হয়নি। তারা (বিএনপি) পালিয়েছে।

জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন, আমরা আমাদের দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু আওয়ামী লীগ নেতা কর্মীরা পরিকল্পিতভাবে অস্ত্র সস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করেছে। আমাদের নেতা আবুল হোসেন ব্যাপারীকে গুরুতর জখম করেছে। সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম মালেক শেখ বিএনপির কর্মসূচি পন্ড করে দেয়া প্রসঙ্গে বলেন, গত ১ এপ্রিল বিএনপি জামাত চক্র নাটোরে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর গুলি চালিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই হামলার ভিডিও ভাইরাল হয়েছে। তাই আমরা আর বিএনপিকে নাটোরে কোনো কর্মসূচি পালন করতে দিবো না। আমাদের দেখে তারা আজ পালিয়ে গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, পুলিশ আগে থেকেই আলাইপুর এলাকায় অবস্থান নিয়েছিল। উভয়পক্ষকে শান্ত রাখার চেষ্টা করা হয়েছে। বিএনপি কর্মসূচি পালন করেনি। বিচ্ছিন্ন ঘটনায় বিএনপির একজন আহত হয়েছে। আমরা তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দিয়েছি।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 SSB24.COM
Theme Dwonload From ThemesBazar.Com