নাটোরে ভারত সরকারের পক্ষ থেকে লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স প্রদান

নাটোর প্রতিনিধি:
  • আপডেট টাইম বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৬৫ টাইম ভিউ

ভারত সরকারের পক্ষ থেকে নাটোর সদর পৌরসভায় লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে।

আজ (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর সদর পৌরসভার হলরুমে এ লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভারত সরকারের নিযুক্ত সহকারী হাই কমিশনার শ্রী সঞ্জীব কুমার ভাট্টি আনুষ্ঠানিকভাবে নাটোর পৌরসভা কর্তৃপক্ষের নিকট অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।
নাটোর পৌরসভার পৌর মেয়র উমা চৌধুরী জলির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও বড়াইগ্রাম-গুরুদাসপুরে থেকে নির্বাচিত সংসদ আব্দুল কুদ্দুস এমপি। উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রতন আহমেদ, নাটোর সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান।

অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী সঞ্জিব বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক আত্মার সম্পর্ক। অন্য যেকোনো সময়ের চেয়ে এখন এই সম্পর্ক আরো দৃঢ়। বাংলাদেশের প্রতি ভারতের সহযোগিতার হাত সবসময় প্রসারিত থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর ৪ আসনের সংসদ আব্দুল কুদ্দুস বলেন, ভারত আমাদের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু, এই বন্ধুত্ব চিরদিন সুধীর থাকবে।

 

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 SSB24.COM
Theme Dwonload From ThemesBazar.Com