শিরোনাম :
এমপি শিমুল সমর্থক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম, থমথমে শহর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন পাটোয়ারী ১৬ প্রার্থীকে টপকে নৌকার মাঝি সিদ্দিকুর রহমান পাটোয়ারী ২ সেপ্টেম্বর মঞ্চায়ন হতে যাচ্ছে চিরায়ত বাংলা নাটক ‘মাইলপোস্ট’  গলাকেটে ভ্যান ছিনতাই, চালকের অবস্থা গুরুতর প্রেমিকার বাড়ির গর্ত থেকে প্রেমিকের লাশ উদ্ধার! বিসমিল্লাহ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ধর্ষণের দায়ে কারাগারে! বীর মুক্তিযোদ্ধার স্ত্রী হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন ১ জন খালাস সহপাঠির নগ্ন ভিডিও ধারন করার অভিযোগে কলেজ ছাত্র গ্রেফতার বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা তুলছেন এক শিক্ষক দম্পতি

পদ্মায় বালু ও মাটি উত্তোলনে হরিলুট

লালপুর(নাটোর)প্রতিনিধি:
  • আপডেট টাইম শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৫২ টাইম ভিউ

সরকারী নিয়ম তোয়াক্কা না করে ও অনুমোদন ছাড়াই নাটোরের লালপুরে প্রশাসনের নাকের ডগায় চলছে পদ্মায় বালু ও মাটি উত্তোলনে হরিলুটের হিড়িক। বালু-মাটি উত্তোলন বন্ধর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেও পতিকার পাচ্ছেনা পদ্মা নদীর তীরবর্তী মানুষেরা। এতে প্রশাসনের প্রতি আস্থাতা হারাচ্ছেন তারা।

পানি শূন্য পদ্মা নদীর তলদেশ থেকে নিমতলী,চর জাজিরা,লালপুর সদর মোহরকয়া ,বিলমাড়ীয়া,দুড়দুড়িয়া সহ বিভিন্ন এলাকায় দিনের আলোয় এবং রাতের অন্ধকারে ভেকু দিয়ে বালু ও মাটি ভরাট উত্তোলনের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে মাটি খেকোরা। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। আর অপরিকল্পিত ভাবে বালু ও মাটি ভরাট উত্তোলনের কারণে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র,ঈশ্বরদী ইপিজেডে,পাকশি হার্ডিঞ্জ ব্রীজ,লালপুর প্রস্তাবিত অর্থনৈতিক জোন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে,থানা ভবন,হাজার হাজার বিঘা ফসলি জমি,বাড়ী ঘর,শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা,তীর রক্ষা বাঁধ নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে বলে জানান সচেতন মহল।

এদিকে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন কেন্দ্র,স্থানীয় থানা সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিচে পানি শূন্য পদ্মা নদীর তলদেশ থেকে বালু ও মাটি ভরাট উত্তোলন করছে প্রভাবশালীরা। পুলিশ দেখেও না দেখার ভান করছে। এছাড়া ওই বালু খেকোদের নিকট থেকে উৎকোচ নেওয়ার গুঞ্জন উঠেছে পুলিশের বিরুদ্ধে। বাংলাদেশ মানব অধিকার কমিশন এর লালপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন বলেন, ‘পদ্মা নদীর থেকে বালু-ভরাট উত্তোলনকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর আবেদন দিয়ে কোন প্রতিকার পাইনি।’

এবিষয়ে লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন বলেন, ‘বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কোন অভিযোগ পেলে আইনাণুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাশীষ বসাক বলেন, ‘অবৈধ ভাবে বালু-ভরাট উত্তোলনকারীদের বিরুদ্ধে এবং বালু উত্তোলন বন্ধ করার লক্ষে অভিযান অব্যহাত আছে।’

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা বলেন, ‘টেন্ডারের বাহিরে পদ্মা নদীর যে সকল এলাক্য়া অবৈধ ভাবে বালু ও ভরাট উত্তোলন করা হচ্ছে সেই সকল এলাকায় অভিযান চালানো হচ্ছে। এবং এই অভিযান চলমান থাকবে।’

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 SSB24.COM
Theme Dwonload From ThemesBazar.Com