শিরোনাম :
এমপি শিমুল সমর্থক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম, থমথমে শহর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন পাটোয়ারী ১৬ প্রার্থীকে টপকে নৌকার মাঝি সিদ্দিকুর রহমান পাটোয়ারী ২ সেপ্টেম্বর মঞ্চায়ন হতে যাচ্ছে চিরায়ত বাংলা নাটক ‘মাইলপোস্ট’  গলাকেটে ভ্যান ছিনতাই, চালকের অবস্থা গুরুতর প্রেমিকার বাড়ির গর্ত থেকে প্রেমিকের লাশ উদ্ধার! বিসমিল্লাহ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ধর্ষণের দায়ে কারাগারে! বীর মুক্তিযোদ্ধার স্ত্রী হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন ১ জন খালাস সহপাঠির নগ্ন ভিডিও ধারন করার অভিযোগে কলেজ ছাত্র গ্রেফতার বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা তুলছেন এক শিক্ষক দম্পতি

প্রতিপক্ষের গ্যাস ট্যাবলেটে ১২ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ

গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি
  • আপডেট টাইম শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১০৩ টাইম ভিউ

 

গুরুদাসপুরে কীটনাশক গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার নাজিরপুর ইউনিয়নের দেবত্তর গড়িলা গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় রমজান আলী বাদী হয়ে থানায় ৯ জনের নামে এজাহার দায়ের করেছেন।

ভুক্তভোগি রমজান আলী জানান, “তফশীল বর্নিত পুকুরে আমি ও আমার ভাই সোবাহান ২০১৪ সাল থেকে মাছ চাষ করে আসছি। অসৎ উদ্দেশ্য ও ষড়যন্ত্রে লিপ্ত হয়ে একই এলাকার গোলাম মোস্তফা পুকুরটি দখলের জন্য ইতিপূর্বে জোরপূর্বক মাছ ধরে ক্ষতিসাধন করেছে। ওই সময়ে আমাকে মারধর করে গুরুতর জখম করা হয়েছিল। এসব ঘটনার প্রেক্ষিতে উক্ত ঘটনাবলি নিয়ে আদালতে মামলা চলমান আছে। ৮ মাস পূর্বে বিভিন্ন ধরনের প্রায় ২ হাজার ৫০০ পিচ পুকুরে মাছ ছাড়ি। যা এখন বিক্রি উপযুক্ত হয়েছে। শুক্রবার সকাল ৬টার দিকে পুকুরে গিয়ে দেখি পানিতে গ্যাস ট্যাবলেট কীটনাশক প্রয়োগ করে সমস্ত মাছ মেরে ফেলা হয়েছে। গোলাম মোস্তফাসহ তার সহযোগিরা মাছ গুলো মেরে ফেলছে বলে তিনি দাবি করেন। এতে তার সাড়ে ১২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।”

এ বিষয়ে গোলাম মোস্তফা মুঠোফনে বলেন, আমি এই বিষয়ে কিছুই জানি না। আমাদের নামে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান, অভিযোগ পাওয়া পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 SSB24.COM
Theme Dwonload From ThemesBazar.Com