শিরোনাম :
এমপি শিমুল সমর্থক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম, থমথমে শহর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন পাটোয়ারী ১৬ প্রার্থীকে টপকে নৌকার মাঝি সিদ্দিকুর রহমান পাটোয়ারী ২ সেপ্টেম্বর মঞ্চায়ন হতে যাচ্ছে চিরায়ত বাংলা নাটক ‘মাইলপোস্ট’  গলাকেটে ভ্যান ছিনতাই, চালকের অবস্থা গুরুতর প্রেমিকার বাড়ির গর্ত থেকে প্রেমিকের লাশ উদ্ধার! বিসমিল্লাহ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ধর্ষণের দায়ে কারাগারে! বীর মুক্তিযোদ্ধার স্ত্রী হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন ১ জন খালাস সহপাঠির নগ্ন ভিডিও ধারন করার অভিযোগে কলেজ ছাত্র গ্রেফতার বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা তুলছেন এক শিক্ষক দম্পতি

প্রতিবন্ধী ধর্ষণের দায়ে দুই জনের ১০ করে কারাদণ্ড

নাটোর প্রতিনিধি:
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৭ টাইম ভিউ

নাটোরের সিংড়ায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে রাসেল ও রোমিজুল নামের দুই ধর্ষকের ১০ বছর করে আটকাদেশ দিয়েছেন আদালত।

আজ (২৯ সেপ্টেম্বর)/ বৃহস্পতিবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। অভিযুক্ত রাসেল মামলার পর থেকেই পলাতক রয়েছে। অন্যদিকে অভিযুক্ত রমিজুলকে আদালতে হাজির করা হয়।

অভিযুক্ত রাসেল, রোমিজুল নাবালক হলে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাদের সংশ্লিষ্ট কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। আসামি রাসেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। সঙ্গে রোমিজুল যে সময়কাল থেকে কারা ভোগ করে আসছে সেই সময়কাল দন্ডের মেয়াদ থেকে বাদ যাবে।

উল্লেখ্য, ২০১৭ সালের ৩১ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পাড়িল গ্রামে মাঠের মধ্যে ভুট্টা ক্ষেতে নিয়ে রাসেল এবং রমিজুল ওই প্রতিবন্ধী মেয়েকে পালাক্রমে ধর্ষণ করে। ১ এপ্রিল ওই প্রতিবন্ধী মেয়ের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সিংড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত রমিজুলকে আটক করে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। কিন্তু রাসেল এখনো পর্যন্ত পলাতক রয়েছে।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 SSB24.COM
Theme Dwonload From ThemesBazar.Com