বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট টাইম শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ৮৯ টাইম ভিউ

নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালন করা হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) সকালে নাটোর- ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী আনুষ্ঠানিকভাবে চার জাতীয় নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ১৯৭৫ এর ৩ নভেম্বর কাড়া অভ্যন্তরে নির্মমভাবে হত্যার শিকার চার জাতীয় নেতার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে বিকেলে উপজেলার বনপাড়া বাজারে এ উপলক্ষে বিশাল এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। তিনি এ সময় ১৯৭৫ সালের ৩রা নভেম্বর নির্মম হত্যার শিকার জাতীয় নেতার ঘাতকদের অনতিবিলম্বে আইনের আওতায়নে বিচার নিশ্চিত করার দাবি জানান। এছাড়াও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে নৌকাকে বিজয়ী করার জন্য উদাত্ত আহ্বান জানান। এ সময় তিনি সাম্প্রতিক সময়ে বিএনপি-জামাতের নাশকতা ও নৈরাজ্য রাজপথে থেকে মোকাবেলার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন দুলাল, জিন্না ফাউন্ডেশনের স্বত্বাধিকারী ও চান্দাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনাজ পারভীন, জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, বনপাড়া আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম, চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান গোলাপ, সাধারণ সম্পাদক মুজিবুর মাস্টার, সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ সরকার, জেলা পরিষদের সাবেক সদস্য ও বড়াইগ্রাম উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম জোয়াদ্দার, মাছগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোকন মোল্লা, বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নূর ইসলাম সিদ্দিকী, বনপাড়া পৌর যুবলীগের সভাপতি জাকির সরকার ও সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ ও সাংগঠনিক সম্পাদক আঃ মান্নান, বড়াইগ্রাম উপজেলা মাদকবিরোধী নাগরিক কমিটির সম্মানিত সভাপতি আব্দুস সোবাহান প্রামানিক, যুবলীগ নেতা জুলফিকার আলী মিঠু প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাসুদ করিম বাকী।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 SSB24.COM
Theme Dwonload From ThemesBazar.Com