বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

নাটোর প্রতিনিধি:
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৫৪ টাইম ভিউ

নাটোর যাত্রীবাহী বাসের চাপায় নজরুল ইসলাম (৬৫) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার(১৬ মার্চ) সকাল ৮টার দিকে নাটোর-বগুড়া সড়কের সদর উপজেলার কাশিয়াবাড়ি এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত নজরুল ইসলাম নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের মরহুম সোলেমান হোসেনের ছেলে। তিনি শহরের ভাটোদাড়া এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ বৃহস্পতিবার সকালে নজরুল দিঘাপতিয়া বাজার থেকে দুধ নিয়ে বাসায় ফেরার পথে কাশিয়াবড়ি ব্রিজ এলাকায় নাটোর -বগুড়া মহাসড়ক পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। এসময় পাবনা থেকে ছেড়ে আসা বগুড়াগামী যাত্রিবাহি বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঝলমলিয়া হাইওয়ে থানার কর্মকর্তা এসআই জুবায়ের দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জানান,”বাসের চালক হেলপার পলাতক। মৃতদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 SSB24.COM
Theme Dwonload From ThemesBazar.Com