বিএনপির ঝটিকা মিছিলে আ.লীগের ধাওয়া

নাটোর প্রতিনিধি:
  • আপডেট টাইম রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৩১ টাইম ভিউ

বিএনপির ডাকা চতুর্থ দফায় সারাদেশ ব্যাপী টানা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে নাটোরে বিএনপির নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির মিছিলে ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

শনিবার(১১ নভেম্বর) রাত ১১ টার দিকে বিএনপি এ ঝটিকা মিছিল বের করে। এ সময় উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা তাৎক্ষণিক অবরোধ বিরোধী মিছিল করে তাদের ধাওয়া দেয়। এ ঘটনার কিছুক্ষণ পরই শহরের কানাইখালী ও রেলস্টেশন এলাকায় পরপর দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি।

শনিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শহরের কানাইখালী ও রেলস্টেশন এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে শহরের হরিশপুর বাইপাস এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। এসময় তারা মোবাইলের আলো জ্বালিয়ে মিছিল নিয়ে শহরের চকরামপুর এলাকায় গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এর কিছুক্ষণ পর শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় একটি ককটেল বিস্ফোরণ হয়। কিছুক্ষণ পরে আবার শহরের রেলস্টেশন এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু পুলিশ কোনো আলামত পায়নি। এ বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 SSB24.COM
Theme Dwonload From ThemesBazar.Com