রোগ-যন্ত্রণা সইতে না পেরে দুই পায়ের রগ কেটে গৃহবধূর আত্মহত্যা

লালপুর(নাটোর)প্রতিনিধি:
  • আপডেট টাইম বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৩৮ টাইম ভিউ

নাটোরের লালপুরে গৃহবধূর দুই পায়ের রগ কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে গৃহবধূর পরিবার বলছে রোগ-যন্ত্রণা সইতে না পেরে বঁটি দিয়ে দুই পায়ের রগ কেটে আত্মহত্যা করেছে।

বুধবার(১৫ নভেম্বর) সকালে উপজেলার হাসিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত গৃহবধূর নাম মিনা রানী (৩০)। তিনি ওই গ্রামের উজ্জ্বল কুমারের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, মিনা রানী দীর্ঘ দিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। আজ বুধবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে নিজ ঘরে পায়ের রগ কেটে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন পায়ের রগ কাটা রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

আড়বাব ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য লালন হোসেন বলেন, দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের রোগে ভুগছিলেন। রোগ ভালো না হওয়ায় নিজে বঁটি দিয়ে তার পায়ের রগ কেটে ফেলায় অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়।

লালপুর থানার আব্দুলপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) পুলিশ পরিদর্শক হিরেন্দ্রনাথ প্রামানিক বলেন, তিনি মানসিক চাপে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 SSB24.COM
Theme Dwonload From ThemesBazar.Com