শেখ হাসিনা দুস্থ মানুষের জন্য কাজ করছেন – পাটোয়ারী

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২৭ টাইম ভিউ

নাটোরের বড়াইগ্রামে সরকারের সামাজিক সুরক্ষার আওতাধীন সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠানে একথা বলেন নাটোর-৪(গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

বুধবার(১৫ নভেম্বর) সকালে উপজেলার রাজাপুর ডিগ্রি কলেজ মাঠ চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এ সময় সরকারের বয়স্কভাতা, বিধবাভাতা, মাতৃত্বকালীনভাতা, প্রতিবন্ধীভাতাসহ বিভিন্ন সুবিধাভোগী প্রায় তিন হাজার নারী-পুরুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, “শেখ হাসিনা দুস্থ মানুষের জন্য কাজ করেছেন, আওয়ামী লীগ সুখে-দুঃখে সাধারণ জনগণের পাশে থেকেছেন। তাই আপামর জনসাধারণ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও শেখ হাসিনার নৌকা, বঙ্গবন্ধুর নৌকায় ভোট দেবে।”

এ সময় তিনি আরো বলেন, “আগামীতে আওয়ামী লীগ সরকার আবারো ক্ষমতায় আসলে দেশে আরো উন্নয়ন হবে। আরো ব্যাপকসংখ্যক মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এনে ভাতার সংখ্যা ও ভাতার হার আরো বৃদ্ধি হবে।”

উক্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চান্দাই ইউপি চেয়ারম্যান শাহনাজ পারভীন, নাজিরপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, মশিন্দা ইউপি চেয়ারম্যান আব্দুল বারি, রাজাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তুঘলক, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান প্রামাণিক, মাঝগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান খোকন মোল্লা, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম জোয়ার্দার, বনপাড়া পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 SSB24.COM
Theme Dwonload From ThemesBazar.Com