সাংসদ পাটোয়ারীর অবরোধ বিরোধী বিশাল বিক্ষোভ মিছিল

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট টাইম বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৩৯ টাইম ভিউ

নাটোরের বড়াইগ্রামে বিএনপি-জামায়াতের অবৈধ অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে স্থানীয় সাংসদ আলহাজ্ব ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সারে চারটার দিকে উপজেলার বনপাড়া পৌর এলাকায় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠন এই কর্মসূচীর আয়োজন করে।

উপজেলা আওয়ামীলীগের আঞ্চলিক কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বনপাড়া বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে নাটোর-পাবানা মহাসড়কের বনপাড়া বাজারের চার রাস্তায় মোড়ে পথসভার মাধ্যমে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে নাটোর-৪ আসনের সাংসদ ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী উপস্থিত ছিলেন।

উপজেলা বনপাড়া পৌর যুবলীগের সভাপতি জাকির সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়র হোসেন দুলাল, মাঝগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান খোকন মোল্লা, বনপাড়া পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সবেক আহ্বায়ক এমএ খালেক, বনপাড়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ প্রমূখ।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 SSB24.COM
Theme Dwonload From ThemesBazar.Com