নাটোরের লালপুরে সাংবাদিকের ওপর হামলার পর উল্টো সেই সাংবাদিকের বিরুদ্ধেই মামলা করেছেন অভিযুক্ত গোপালপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুস সেলিম ভুবন।
গত বৃহস্পতিবার সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন লালপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ভোরের আওয়াজ প্রত্রিকার লালপুর প্রতিনিধি আতিকুর রহমান আতিক। এ ঘটনায় সাংবাদিকের পক্ষ থেকে করা মামলায় গোপালপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুস সেলিম ভুবনকে প্রধান আসামি করা হয়েছিল। তবে আহত সাংবাদিকসহ দুই জনের নাম উল্লেখ করে ও ২/৩ অজ্ঞাতনামার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন ওই যুবদল নেতা।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানিয়েছেন আব্দুস সেলিম ভুবন। তিনি জানান, মাননীয় আমলী বিজ্ঞ আদালতে সোহান আলী (২৮) ও সাংবাদিক আতিকুর রহমানের (৩১) বিরুদ্ধে ২ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ এনে মামলা করেছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক আতিকুর রহমান বলেন, ‘গত বৃহস্পতিবার গোপালপুর রেলগেটে ওপর হামলা হয়। হামলায় আমি গুরুতর আহত হয়ে ৫ দিন লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলাম। হামলার ঘটনায় ওই রাতেই আমি বাদি হয়ে লালপুর থানায় মামলা করি। মামলার প্রধান আসামি আব্দুস সেলিম ভুবন। মামলা থেকে বাঁচতে ও আমাদের হয়রানি করতে আমাদের নামে মিথ্যা মামলা করছে।
এবিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, আতিকের করা অভিযোগের ভিত্তিতে আসামীকে গ্রেপ্তারের চেষ্ঠা অব্যহত আছে।
Comments are closed.
bolme.ru
Эпигонство