২০ কেজি গাঁজাসহ আটক এক

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট টাইম শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৫০ টাইম ভিউ
নাটোরে গাঁজার সহ আসলাম হোসেন (৪৫) নামের একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ ১০ মার্চ শুক্রবার বেলা ১১ টার দিকে শহরের বাইপাস সড়কের তেবাড়িয়া এলাকা থেকে ২০ কেজি গাঁজা সহ তাকে আটক করা হয়। আটক আসলাম হোসেন ঢাকার কেরানীগঞ্জের শাহজাহান আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক এস এম ইলতুস আহমেদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম আজ শহরের তেবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ঢাকা থেকে একটি পিকআপ চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। পিকআপটি কে সন্দেহজনক মনে হওয়ায় সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশি কালে পিকআপের ভিতরে বিশেষ কায়দায় সংরক্ষিত ২০ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মীরা আসলামকে আটক করে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ইলতুস উদ্দিন।
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 SSB24.COM
Theme Dwonload From ThemesBazar.Com