টিউবওয়েলের পানি গড়ানো নিয়ে সংঘর্ষে নারীসহ ৯ জন আহত

লালপুর(নাটোর)প্রতিনিধি:
  • আপডেট টাইম শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৪ টাইম ভিউ

নাটোরের লালপুরে টিউবওয়েলের পানি গড়ানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুই নারীসহ ৯ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া বাজারে এঘটনা ঘটে।
আহতরা হলেন, একই এলাকার মৃত গাজেন মিস্ত্রীর ছেলে আবু জাফর (৫০), সাফাত আলীর ছেলে সাইদুর রহমান (৩৫) ও সোহেল (২৮), আবু জাফরের ছেলে রাকিবুল (২৫), মৃত নুরুলের ছেলে আব্দুল্লাহ, বাবুর মেয়ে বাবলী (২৩), ছলিমুদ্দিন মন্ডলের তোসিকুল (৬০), একরামুল (৩৫) ও তার স্ত্রী জিয়ারণ বেগম (৩৫)।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেনোয়ারুজ্জামান বলেন, দুই প্রতিবেশীর টিউবওয়েলের পানি গড়ানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এবিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনআনুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 SSB24.COM
Theme Dwonload From ThemesBazar.Com