নাটোরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

নাটোর প্রতিনিধি:
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৬২ টাইম ভিউ

ঢাকার নয়া পল্টনে বিএনপি কর্মিদের ওপর পুলিশের হামলা, বিএনপি কর্মী মকবুলকে হত্যা এবং কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে নাটোরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বৃহস্পতিবার বিকালে শহরের আলাইপুর এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে পুলিশী ব্যারিকেডে ওই কর্মসূচী পালিত হয়। জেলা, বিএনপি এবং সহযোগী সংগঠন ওই কর্মসূচীর আয়োজন করে।

 

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহব্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু,সদস্য সচিব রহিম নেওয়াজ ও বিএনপি নেতা দেওয়ান শাহীন। বক্তারা দাবী করেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকার বিভাগীয় সমাবেশকে বানচাল করতে সরকারের নির্দেশে বিএনপি নেতাকর্মীদের ওপর বিনা উস্কানীতে হামলা করে পুলিশ। ওই ঘটনায় আহত বিএনপি কর্মি মকবুল মারা যান।

এছাড়া বিএনপি কার্যালয়ে বোমা উদ্ধারের মিথ্যা নাটক সাজিয়ে বেশ, কয়েকজন কেন্দ্রীয় বিএনপি নেতাসহ শত শত বিএনপি কর্মিদের অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে সকলের নিঃশর্ত মুক্তি দাবী করেন। এ সময় আগামী ১০ ডিসেম্বর ঢাকায় আয়োজিত মহাসমাবেশে যোগ দিতে সফলকে আহব্বান জানান তারা।

 

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 SSB24.COM
Theme Dwonload From ThemesBazar.Com