বিএনপি’র নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের সহযোগী সংগঠন নাটোর জেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে রাজপথে থাকার অঙ্গীকার করেছেন। আজ ১০ ডিসেম্বর শনিবার সকাল থেকে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগ ছাড়াও স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগের নেতা-কর্মীরাও অংশ গ্রহণ করেন। জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ করে।