মানুষ বেইমানী করলেও আল্লাহ্ রক্ষা করেছেন – হাসান

নাটোর প্রতিনিধি:
  • আপডেট টাইম সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ১১৬ টাইম ভিউ

নাটোর জেলা পরিষদ নির্বাচনে জেলার গুরুদাসপুর ওয়ার্ডের সাধারণ সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে সমান সংখ্যক ভোট পেয়ে লটারির মাধ্যমে বিজয় নিশ্চিত হওয়ার পর সাবেক জেলা পরিষদ সদস্য সরকার মেহেদী হাসান এ কথা বলেন।

এসয়ম তিনি আরো বলেন, সকল জনসাধারণের দোয়া আল্লাহ্ রাব্বুল আলামিন কবুল করেছেন। কৃতজ্ঞতা রইল ভোটারদের প্রতিও।

এর আগে জেলার গুরুদাসপুর ওয়ার্ডে সদস্য পদে দুই প্রার্থী ভোট সমান হওয়ায় লটারির মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়।

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শামীম আহম্মেদের কার্যালয়ে লটারির মাধ্যমে এ ফলাফল নির্ধারণ করা হয়। এতে সরকার মেহেদী হাসান (হাতি মার্কা) নির্বাচিত হন। তিনি টানা দুইবার জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হলেন।

আজ সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে গুরুদাসপুর উপজেলার সদস্য পদে সরকার মেহেদী হাসান (হাতি মার্কা) ও প্রভাষক নাসিরুজ্জামান (টিউবওয়েল মার্কা) ৩৩টি করে ভোট পান। এছাড়া অপরপ্রার্থী উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিয়ার রহমান বাধন (তালা মার্কা) পান ২৮ ভোট। উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার ৯৪ জন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসের দায়িত্ব পালন করেন গুরুদাসপুর কৃষি কর্মকর্তা মোঃ হারুনর রশিদ।

প্রিজাইডিং অফিসার হারুনর রশিদ বলেন, সাধারণ সদস্য পদে নাছিরুজ্জামান নাছির ৩৩ ও সরকার মেহেদী হাসান ৩৩ সমান ভোট পাওয়ায় ফলাফল সিট নাটোরের জেলা প্রশাসকের নিকট প্রেরণ করা হয়েছিল। পরে রিটার্নিং অফিসার শামীম আহম্মেদের কার্যালয়ে লটারি হয়। লটারিতে হাতি মার্কা মেহেদী হাসানের নাম বিজয়ী ঘোষনা করা হয়।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 SSB24.COM
Theme Dwonload From ThemesBazar.Com